* অসুখের শ্রেষ্ঠ ঔষধ ভালোবাসা (The best medicine for illness is love). - Health Basket/health news, lifestyle, fitness, Health Tips,new disease, Treatment of disease

Health Basket/health news, lifestyle, fitness, Health Tips,new disease, Treatment of disease

“Think positively and exercise daily, eat healthy, work hard, stay strong, build faith, worry less, read more, and be happy.” * Blog Topics - (Health news, lifestyle, health Tips, new disease, Treatment of disease, etc)

Responsive Ads Here

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, September 11, 2019

* অসুখের শ্রেষ্ঠ ঔষধ ভালোবাসা (The best medicine for illness is love).

* Visit Our Youtube Channel 
 https://youtu.be/uRO3lKlSsbU
           * Lovelessness, অবহেলা, উপেক্ষা জটিল রোগের কারণ, প্রখ্যাত সঙ্গীত শিল্পী মান্না দে তার গানে বলেছেন, " বাচিতে চাইনা প্রেমহীন হাজার বছর " প্রেমহীনতায় বা ভালোবাসাহীনতায় মানুষ বেশিদিন বাঁচতে পারে না, ফলে People suffer from various complex diseases, গবেষণায় জানা গেছে, ক্যান্সার রোগের ও এটা একটা কারণ
          Lovelessness, অবহেলা, উপেক্ষা, উদাসীনতা থেকে আসে হতাশা বা অবসাদ, অবসাদ কিছু জিনিস কে এমন সক্রিয় করে তোলে যা ক্যানসার কোষগুচ্ছকে দেহের বিভিন্ন স্থানে ছড়িয়ে দিতে সাহায্য করে, দেখা গেছে আধুনিক চিকিৎসায় ক্যান্সারের ক্ষেত্রে কেমোথেরাপি যখন ব্যবহার করা হয় তখন ক্যান্সার কোষের পাশাপাশি পার্শ্ববর্তী সুস্থ কোষগুলির ATF-3 জিনকে সক্রিয় করে তোলে যা ক্যান্সারকে বাড়াতে সাহায্য করে

           আবার Dengue তে আক্রান্ত হলে আসে প্লেট লেটের কথা, কিন্তু মানসিক চাপ আমাদের প্লেট লেটগুলিকে উত্তেজিত করে তোলে, এরা তখন ক্যান্সার কোষ গুলির  সাথে বন্ধুত্ব তৈরি করে তাদের বেড়ে উঠতে সাহায্য করে
           Natural killer cancer কোষ গুলো থেকে বাচায় এবং শরীরের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেয়, অত্যধিক দুশ্চিন্তা করলে আমাদের শরীরে একটি স্নায়ুজনিত রাসায়নিক সেরোটোনিন বেড়ে যায়, যা আমাদের ব্যবহারিক তারতম্য আনার সঙ্গে সঙ্গে Various ধরনের ক্যান্সারের জন্ম দেয় এবং ছড়াতে সাহায্য করে, মানুষের মধ্যে সবথেকে বড় ভয় যা কাজ করে তা হল মৃত্যু ভয়, বিশ্বের চিকিৎসা বিজ্ঞান বলছে মানসিক সুস্থতা ও Disease prevention করার ক্ষমতা বৃদ্ধির সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে, অনেক সময় মানুষের সাইকোসিস ও অযুক্তিক ভাব দেখা দেয়, কিছু মানুষ ভয় ও উদ্বেগের কারণে মদ্যপানের প্রতি আসক্ত হয়ে পড়ে, অবসাদ বা হতাশা Ovarian cancer, স্তন ক্যান্সার, টিটিকিউলার ক্যান্সার কোষের ক্ষতি করে, অপরদিকে বলা যায় দীর্ঘদিন অবসাদে ভোগলে নানা রোগের সূত্রপাত হয়
               Long time, বছর ধরে দুঃখ, অপ্রাপ্তি, হতাশা,  বঞ্চনা মনে চেপে রাখতে রাখতে একটা সময় অ্যাড্রিনালিন হরমোন কম ক্ষরণ হয়, কারণ শরীরে যখন অ্যাড্রিনালিন হরমোনের অভাবে ঘটে তখন কোষের মধ্যে Insulin hormone এর মাত্রা বাড়তে থাকে, ফলে কোষের মধ্যে সুগারের মাত্রাও বেড়ে যায়, তখন বেঁচে থাকার জন্য অতিরিক্ত এনার্জীর প্রয়োজনে শরীর অন্যপথ খুঁজে নেয়, কোষ নিজের কাজ নিজে করতে পারছে না, Then সে আরো এক নতুন নতুন কোষকলার জন্ম দেয়, এই নতুন কোষ টিউমারের জন্ম দেয়, প্রাথমিক অবস্থায় এই শারীরিক প্রক্রিয়া আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন কিন্তু একটা সময় পরে Body আর এই system এর মধ্যে নিয়ন্ত্রণ রাখতে পারেনা তখন জন্ম হয় ক্যান্সার কোষ
            It has been shown that adrenaline hormone levels in cancer patients are almost zero.

             অতিরিক্ত mental pressure থেকে লিমিক সিস্টেম অর্থাৎ নানা বাধা দেয়, মানসিক অবসাদের কারনে শরীরের নার্ভাস সিস্টেম, হরমোন পাওয়া যে ক্ষতিগ্রস্ত হয়, কোষের আবরণ বা মেমব্রেনও গুণগত পরিবর্তন ঘটে ও তার কর্মক্ষমতা নষ্ট হয়, কোষের মধ্যে বিভিন্ন রাসায়নিক উপাদান যেমন সোডিয়াম, পটাশিয়াম এর ভারসাম্য নষ্ট হয়, যার ফলে কোষের মধ্যে সাইটোপ্লাজম নিউক্লিয়াস এর পরিবর্তন ঘটে, যা থেকে ক্রোমোজোমের স্বাভাবিক কাজকর্ম disrupted হয় ও জিনের পরিবর্তন ঘটে, তখন প্রকাশ পায় ক্যান্সার, বিশেষ করে ফুসফুস, লিভার, কিডনিতে প্রভাব পড়ে সবচেয়ে বেশি
             All the time at work অতিরিক্ত মানসিক চাপের মধ্যে থাকতে থাকতে কোন ব্যক্তির যে রোগ হওয়ার ঝুঁকি থাকে তা হলো হার্টের সমস্যা ও ডিমেনশিয়ায় তথা স্মৃতিভ্রংশতা এই চাপ থেকে হতে পারে Arterial Fibrillation যা অনিয়মিত হার্টবিট, স্ট্রোকের ঝুঁকি ও অন্যান্য শারীরিক জটিলতা তৈরি করতে পারে
             Excessive mental stress থেকেও ক্যান্সার হতে পারে, মানসিক চাপের কারণ সমাজ এবং পরিবার, যে কোন ক্ষেত্রে মানসিক চাপ একটা কারণ, হোমিওপ্যাথির জনক ডাক্তার হ্যানিম্যান বলেছিলেন, অতিরিক্ত কামনা বাসনা ওই disease এর reason, রবীন্দ্রনাথ বলেছেন, " আরও আরও এমনি করে তুমি আমায় মারো " অল্পে সন্তুষ্ট হলে রোগ কমে, বর্তমান প্রজন্ম ক্যারিয়ার কড়তে গিয়ে যোগ্যতার কথা ভুলে গিয়ে বিপথগামী হয়,His guilt, অতিরিক্ত পরিশ্রমে শরীরে স্নায়ুজনিত রাসায়নিক ও মেলাটোনিন হরমোন এর মাত্রা কমে যায়, অক্সিন শরীরের অপ্রয়োজনীয় প্রোটিন কে মারতে সাহায্য করে, সেরোটোনিন বাড়লে The effectiveness of the auxin decreases, Body তে Unnecessary protein বেশি সক্রিয় হয় মেলাটোনিন হরমোন কমলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়

             দর্জাল (Wife) বা স্ত্রীর ভয়ে এই ঘটনা ঘটতে পারে স্বামীর, অপরদিকে লম্পট স্বামীর কারণে ঘটতে পারে স্ত্রীর ক্ষেত্রে, সাংস্কৃতিক চেতনা এক্ষেত্রে ক্যান্সার রোগ কমাতে পারে
             Selfless social service অনেক ক্ষেত্রেই কার্যকর, মানুষের জীবনের জটিলতা নানা জটিল রোগের কারণ, কুচিন্তা, কুকর্ম, মানুষকে রোগী করে তুলছে, অতএব অসুখের শ্রেষ্ঠ ঔষধ ভালোবাসা


1 comment:

Ninja Action Replay

How to prepare yourself to fight against kovid19, করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নিজেকে কিভাবে প্রস্তুত রাখব

বন্ধুরা কেমন আছ সবাই আশা করি সবাই খুব ভাল আছ, বন্ধুরা আপনারা সবাই জানেন বর্তমানে করোনা নামক ভাইরাসটি এক মহামারীর আকার ধারণ করেছে, যারা এই ম...

Post Top Ad

Advertisement