নার্সিং একটি মহান পেশা (Nursing is a great career). - Health Basket/health news, lifestyle, fitness, Health Tips,new disease, Treatment of disease

Health Basket/health news, lifestyle, fitness, Health Tips,new disease, Treatment of disease

“Think positively and exercise daily, eat healthy, work hard, stay strong, build faith, worry less, read more, and be happy.” * Blog Topics - (Health news, lifestyle, health Tips, new disease, Treatment of disease, etc)

Responsive Ads Here

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, August 24, 2019

নার্সিং একটি মহান পেশা (Nursing is a great career).



            *নার্সিং কথার অর্থ হল যত্ন নেওয়া, ভারতবর্ষে মহিলাদের জন্য একটি গ্রহণযোগ্য ক্যারিয়ার হল নার্সিং। নার্সিং পেশা হলো খুবই পরিশ্রমি, জনপ্রিয় ,সম্মানিত এবং চ্যালেঞ্জিং প্রফেশন। আমাদের দেশে বর্তমানে কেরালা এবং রাজস্থান থেকে বেশি সংখ্যায় লোক নার্সিং পেশায় যুক্ত আছেন।
             পৃথিবীতে আধুনিক নার্সিং পরিষেবার প্রতিষ্ঠাত্রি হলেন একজন ইংরেজ নার্স শ্রদ্ধেয়া ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ওনার জন্ম  12  মে 1820  সাল এবং মৃত্যু 1910 সালের 13 আগস্ট। উনার জন্মদিন কে স্মরণ করে Every year 12 মে সারা বিশ্বে 'আন্তর্জাতিক নার্সেস দিবস' পালন করা হয়। চিকিৎসা বিজ্ঞানে নার্সিং খুবই গুরুত্বপূর্ণ অংশ। নার্সিং কথার আপেক্ষিক অর্থ হল স্বাস্থ্যবিজ্ঞানের সাহায্যে অসুস্থ মানুষের যত্ন নেওয়া। এর পাশাপাশি একজন নার্স প্রশাসনিক, গবেষক, শিক্ষক ,কাউন্সিলর, উপদেষ্টা, এন্টারপ্রেনার হিসেবেও কাজ করে থাকেন। যে সমস্ত ছাত্র-ছাত্রীরা মানবজাতির প্রতি উৎসাহ বা আগ্রহ আছে এবং দীর্ঘ সময় ব্যাপী কঠোর পরিশ্রম করার মনোবল রয়েছে তাদের জন্য নার্সিং একটি সঠিক প্রফেশন।
              ভারতবর্ষে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল হলো নার্সিং শিক্ষার স্বীকৃতি প্রদানকারী সংস্থা। নার্সিং নিয়ে পড়াশোনার জন্য বিভিন্ন কোর্স রয়েছে যেমন- ডিপ্লোমা কোর্স, গ্রাজুয়েট নার্সিং ,মাস্টার ডিগ্রী নার্সিং ,এম পি এইচ এবং Ph.D নার্সিং । এছাড়াও বিভিন্ন বিষয়ে নার্স প্রাকটিশনার কোর্স ও রয়েছে

      *বিভিন্ন নার্সিং কোর্স গুলি হল -
(1)  Diploma Courses :
       ANM ( Auxillary Nursing and Midwife) = 24 months
       GNM ( General Nursing and Midwife ) = 36 months

  (2) UG Degree Courses :
         B.Sc Nursing - Basic ( Bachelor of Science in Nursing ) - 4 years
         B.Sc Nursing - Post Basic ( Bachelor of Science in Nursing ) - 2 years.
         B.Sc Nursing ( Post Basic ) - Distance ( Bachelor of Science in Nursing ) = 3 years

  (3) PG Degree Courses - M.Sc Nursing ( Master of Science in Nursing ) - 2 years.

  (4) Doctoral Courses -
        M.Phil - 1 year (Full time)
        M.Phil - 2 year (Part time)
        Ph.D ( Dr in Philosophy ) -  3 to 5 years.

* ভর্তি সংক্রান্ত বিষয়ে  যোগ্যতা -

(1)  ANM  Course  এ  ভর্তি হতে গেলে যে কোন ছাত্র-ছাত্রী কে 10 + 2 stage পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়স সীমা 17 থেকে 35 বছর বয়স পর্যন্ত।

(2)  GNM হল  অ্যাডভান্স ডিপ্লোমা কোর্স।। প্রার্থীকে 10 +  2 stage পরীক্ষায় 40 শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।। বয়স সীমা 17 থেকে 35 বছর বয়স পর্যন্ত।

(3)  B.Sc  Nursing হল জনপ্রিয়  এবং খুবই পরিচিত কোর্স। এর মধ্যে দুটি লেভেল রয়েছে। যেমন- Basic  B.Sc Nursing এবং Post Basic B.Sc Nursing
        Basic  B.Sc Nursing-  এ  ভর্তি হওয়ার জন্য প্রয়োজন 10 + 2 stage উত্তীর্ণ,, 45% নম্বর এবং বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা যার মধ্যে বায়োলজি  থাকবে।
         Post  Basic B.Sc Nursing  হল দুই বছরের কোর্স।। যে সমস্ত প্রার্থী GNM কোর্স সম্পন্ন করেছেন উনারাই এই কোর্সটি পড়ার জন্য যোগ্য। ডিসটেন্স এ কোর্সটি করলে তিন বছর লাগে।

(4)  Master  of Science in Nursing-  B.Sc  Nursing বা  Post  Basic B.Sc Nursing 55 % নম্বর  সহ  পাস।

(5)  M.Phil (Nursing)
যোগ্যতা-  Master  of Science in Nursing

(6)  Ph.D  (Nursing)
যোগ্যতা-- Master of Science in Nursing এবং 55% নম্বর থাকতে হবে।

                এছাড়াও  1  year duration  এ  বিভিন্ন স্পেশালাইজেশন কোর্স রয়েছে যেমন- 
* Diploma  in Public Health Nursing.
* Diploma  in Psychiatric Nursing.
* Diploma  in Cardiovascular Nursing.
* Diploma  in Critical care Nursing.
* Diploma  in Oncologycal  Nursing.
* Diploma  in Neonatal  Nursing.
* Diploma  in Nursing Education and Administration.

 আরো পড়ুন : 

মহিলাদের এনাল ফিশার এবং তার সমাধান (Womens Annal Fissure and its solutions)

https://healthbasket99.blogspot.com/2019/08/womens-annal-fissure-and-its-solutions.html?m=1

## JOBs  এবং  Career **
             Nursing  Profession এ একটি গুরুত্বপূর্ণ দিক হলো যে নার্সিং কোর্স করে কেউ চাকরি ছাড়া থাকে না।
             Government বা Public যে কোন স্তরে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান , বা কোন স্বাস্থ্যকেন্দ্রে  চাকরি, বা কর্মসংস্থান পেয়ে যায়।। বর্তমানে একজন নার্স শিল্পপ্রতিষ্ঠান ,জেনারেল এডুকেশনাল ইনস্টিটিউট, সৈনিক নার্সিং, রোবটিক নার্সিং হিসাবেও চাকরি করে থাকেন।

           ##  ভারতবর্ষের  কয়েকটি বিখ্যাত নার্সিং প্রতিষঠান হলো -
       *  Rajkumari  Amrit Kaur College of Nursing, New Delhi.
       *  AIIMS,  New Delhi.
       *  College  of Nursing , JIPMER ,Chandigarh.
       *  College  of Nursing, Ludhiana.
       *  Jamia  Hamdard College of Nursing ,New Delhi.
       * Armed  Forces  Medical College Pune.
       * RIPANS, Aizwal.
       *  College  of Nursing SSKM Hospital Kolkata.
       *  B.M  Birla College of Nursing Kolkata.
       *  Asian  Institute of Nursing Education Guwahati.
       * SNDT  College  of Nursing Mumbai.

       * College  of Nursing,  CMC Vellore.
       * Regional  College of Nursing Guwahati, Assam.
       *  Tripura  Government  Nursing Institute.

              #  বিশদ  জানার জন্য  www.. Indian nursing Council.org  দেখতে  পারেন।  আমাদের  রাজ্যে ও নার্সিং নিয়ে পড়াশোনার জন্য  ত্রিপুরা  নার্সিং কাউন্সিল রয়েছে এবং এই কাউন্সিল ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এর সমস্ত Rules and Regulations অনুযায়ী পরিচালিত হয়।
 রাজ্যেও আইএমসি ও  টিএমসি  অনুমোদিত সরকারি ও বেসরকারি স্তরে বিভিন্ন নার্সিং স্কুল ও কলেজ রয়েছে।

No comments:

Post a Comment

Ninja Action Replay

How to prepare yourself to fight against kovid19, করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নিজেকে কিভাবে প্রস্তুত রাখব

বন্ধুরা কেমন আছ সবাই আশা করি সবাই খুব ভাল আছ, বন্ধুরা আপনারা সবাই জানেন বর্তমানে করোনা নামক ভাইরাসটি এক মহামারীর আকার ধারণ করেছে, যারা এই ম...

Post Top Ad

Advertisement