**এলার্জি থেকে সম্পূর্ণ মুক্তির উপায় জেনে নিন 2019 ( Learn how to get rid of allergies completely ) 2019 - Health Basket/health news, lifestyle, fitness, Health Tips,new disease, Treatment of disease

Health Basket/health news, lifestyle, fitness, Health Tips,new disease, Treatment of disease

“Think positively and exercise daily, eat healthy, work hard, stay strong, build faith, worry less, read more, and be happy.” * Blog Topics - (Health news, lifestyle, health Tips, new disease, Treatment of disease, etc)

Responsive Ads Here

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, July 30, 2019

**এলার্জি থেকে সম্পূর্ণ মুক্তির উপায় জেনে নিন 2019 ( Learn how to get rid of allergies completely ) 2019



Allergie কি :- কোন বস্তুর শরীরে ঢুকার পরে শরীর যদি তা গ্রহণ করতে না পারে তাহলে নানা ধরনের প্রতিক্রিয়া হয় যার অন্যতম হলো এলার্জি এটি এমন একটি সার্বিক পরিস্থিতি যেখানে নির্দিষ্ট কিছু  allergies শরীরের সংস্পর্শে এলে শরীরে বেশকিছু অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয় অথচ দেখা যায় অন্য কোন মানুষের শরীরে কোন অস্বস্তির সৃষ্টি হয় না এলার্জি জনিত নানা সমস্যা আমাদের দৈনন্দিন Life এ সৃষ্টি kরে কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই হোমিওপ্যাথিক চিকিৎসায় কোন পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই এই রোগ থেকে সম্পূর্ণ নিষ্কৃতি পাওয়া সম্ভব


* উপসর্গSymptoms :- এলার্জি রোগের কি কি ধরনের সমস্যা হয় তার সুনির্দিষ্ট ভাবে বলা কঠিন এক এক রোগীর একেক ধরনের সমস্যা হতে দেখা যায় যেমন চামড়ার রেশ,  এলার্জিক আস্তমা, কনজাংটিভাইটিস,  সাইনোসাইটিস, নেসাল, পলিপ,  ইত্যাদি


* এলার্জি নানা রকম
 আমবাত :- ডাক্তারি পরিভাষায় বলা হয় আর্টিকেরিয়া দেখতে লাল চাকা চাকা প্রচন্ড চুলকায় বিভিন্ন খাবার,  ওষুধ,  পোকার কামড়,  ফুলের রেণু,  কৃমি জাতীয় পরজীবী সংক্রমণ, থাইরয়েডের অসুখ, ডায়াবেটিস,  এমনকি অন্তঃসত্ত্বা মায়েদের ও হতে দেখা যায় সাময়িক সমস্যা হয় আবার কমেও যায় রোগ যদি দু সপ্তাহ পার হয়ে যায় তবে ক্রনিক আর্টিকেরিয়া বলে

 FOOD অ্যালার্জি :- বিভিন্ন খাবারের সঙ্গে অনেকের শরীরের বিবাদ থাকে সেগুলি খেলেই শুরু হয়ে যায় চুলকানি প্রধানত ইলিশ মাছ,  চিংড়ি,  ডিম,  বেগুন,  কাকরা, পুঁটি মাছ,  বোয়াল মাছ,  পুঁইশাক,  তেতুল, টক,  মিষ্টি কুমড়ো, খেলে উপদ্রব বেশি হয়

* ত্বক Skin Allergy :- বিভিন্ন ধরনের ক্রিম, অলংকার,  বেল্ট,  জুতো,  কাপড় কাচার সাবান,  ইত্যাদি থেকে অনেকের এলার্জি হয় একে বলে কনটাক্ট ডার্মটাইটিস

* এলার্জিক রাইনাইটিস ও কনজাংটিভাইটিস :- ধুলোবালি আরশোলা ফুলের রেণু পুরনো বইয়ের ধুলা কাপড় খুললে ভেতরে থাকা ধুলা প্রভৃতি শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে নাকের ভেতর প্রবেশ করলেই নিউজ মেমব্রেন উত্তেজিত হয়ে আছে সর্দিCold শুরু হয়ে গেলে তাকে এলার্জিক রাইনাইটিস বলে নাক বন্ধ হয়ে যায় গলা চুলকায় দীর্ঘদিন হয়ে গেলে নাকের পলিপ সৃষ্টি হয় একই সমস্যা চোখে হলে চোখ লাল হয়ে চুলকায় জল পড়ে একে বলে অ্যালার্জিক কনজাংটিভাইটিস

* পোকা থেকে এলার্জি :- পতঙ্গের কামড় বা দেহের রসের সঙ্গে এলার্জির গভীর সংযোগ রয়েছে এই প্রসঙ্গে বোলতা ভীমরুল পিঁপড়া ও মৌমাছির উদাহরণ দেওয়া যেতে পারে বেশি মাত্রায় এলার্জি হলে Eyes চোখ mouth মুখ ফুলে গিয়ে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়


* (Allergy to drugs) ওষুধেঅ্যালার্জি :- সালফোনামাইড মেট্রোনিজাজুল  অ্যাসপিরিন সহ বিভিন্ন ব্যায়াম ঔষধ জাতীয় কোষ্ঠবদ্ধতা ওষুধ খেলে অনেকের এলার্জি হয়

* রোদ থেকে Allergy :- রোদের সঙ্গেও অনেকের এলার্জিক সম্পর্ক আছে রোদে বেরুলে তাদের মুখ লাল হয়ে পড়ে সানএক্সপোজড পার্টএ  ঘামাচির মত অসংখ্য দানা দেখা যায় কারোর আবার মুখে কালো দাগ পড়ে যায়

* হাঁপানি:- হাঁপানি ও কিন্তু এক ধরনের এলার্জি জনিত শ্বাসকষ্ট একজিমার ইতিহাস থাকলে সেই পরিবারের শিশুর ঘন ঘন সর্দি লাগা শ্বাসযন্ত্রের অতিসংবেদনশীলতা ও হাঁপানি হওয়ার সম্ভাবনা বেশি আবার এমন অনেক  disease আছে যেগুলো চিকিৎসা না করালে পরবর্তীকালে হাঁপানিতে পরিণত হতে পারে যেমন ঘন ঘন সর্দি কাশি সাইনোসাইটিস এলার্জিক রাইনাইটিস ইত্যাদি

 #  Allergy চিকিৎসা:- ধরা যাক কোন একটি বিশেষ খাবারের সঙ্গে বাচ্চাদের এলার্জির যোগাযোগ আবিষ্কৃত হলো সে ক্ষেত্রে একটি ডায়রিতে সেই খাবার টির নাম লিখে রাখুন এই যে খাদ্যের সঙ্গে এলার্জির সম্পর্ক একে চিকিৎসা পরিভাষায় বলে টেম্পোরাল কো - রিলেশন, এছাড়াও এক ধরনের বিশেষ রক্ত পরীক্ষা আছে এই পরীক্ষাটির নাম (IGE) টেস্ট এছাড়া অবশ্য অন্যান্য টেস্ট আছে স্কিন ও রক্ত পরীক্ষা Kরে এলার্জির কারণ নির্ণয় করে চিকিৎসা করা হয় মডার্ন মেডিসিনে বহু ক্ষেত্রেই অ্যালার্জি চিকিৎসায় ব্যর্থ হয়ে আসা হোমিওপ্যাথিতে অভাবনীয়ভাবে উপকার পেয়েছে


বস্তুত অ্যালার্জি চিকিৎসায় হোমিওপ্যাথি রেজাল্ট না দেখলে বিশ্বাস kরা কঠিN, এক কলেজ ছাত্রী দীর্ঘ সাত আট বছর ধরে এলার্জিতে ভুগছিল সমস্ত রকমের মর্ডান ওষুধ তার ওপর প্রয়োগ করা হয় সে একদিনও ওষুধ ছাড়া থাকতে পারতেন না হোমিওপ্যাথিক মতে সঠিক  Selected নির্বাচিত ও সঠিক মাত্রায় প্রয়োগ এরপর আর কোন ওষুধ খাওয়ার প্রয়োজন হয়নি তার তাই এলার্জিতে সর্বদাই কনস্টিটিউশনাল হোমিওপ্যাথিক চিকিৎসা করান অভিজ্ঞ হোমিওপ্যাথির পরামর্শ নিন বিফল হবেন না সিম্পটোমেট্রিক  ও কনস্টিটিউশনালি ট্রিটমেন্ট সর্বোৎকৃষ্ট
 রোগীর মেন্টাল এবং ফিজিক্যাল মেকআপ বিচার করে ওষুধ নির্বাচন করা উচিত সম্ভাব্য ওষুধগুলি হলো Baci, Ars, Allium cepa, Baryta carb, Apis, Dulcamara, Graph, Mez, psor, Rhus, Tox, Sepia, sulphur, Tuberculium ইত্যাদি এছাড়া ও আরও অনেক ওষুধ আছে যা মায়াজম লক্ষণ ও কারণ মিলিয়ে ওষুধ নির্বাচন করে প্রয়োগ করতে হবে তবে কখনোই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া উচিত নয় কারণ চিকিৎসK তার অভিজ্ঞতার আলোকে ওষুধের শক্তি নির্বাচন করে থাকেন যা চিকিৎসা ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ l

                         ***** ### *****

No comments:

Post a Comment

Ninja Action Replay

How to prepare yourself to fight against kovid19, করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নিজেকে কিভাবে প্রস্তুত রাখব

বন্ধুরা কেমন আছ সবাই আশা করি সবাই খুব ভাল আছ, বন্ধুরা আপনারা সবাই জানেন বর্তমানে করোনা নামক ভাইরাসটি এক মহামারীর আকার ধারণ করেছে, যারা এই ম...

Post Top Ad

Advertisement