* মেয়েদের সোরাসিস ও হোমিও চিকিৎসা (Psoriasis and homeopathy for girls). - Health Basket/health news, lifestyle, fitness, Health Tips,new disease, Treatment of disease

Health Basket/health news, lifestyle, fitness, Health Tips,new disease, Treatment of disease

“Think positively and exercise daily, eat healthy, work hard, stay strong, build faith, worry less, read more, and be happy.” * Blog Topics - (Health news, lifestyle, health Tips, new disease, Treatment of disease, etc)

Responsive Ads Here

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, August 28, 2019

* মেয়েদের সোরাসিস ও হোমিও চিকিৎসা (Psoriasis and homeopathy for girls).


* Psoriasis বা সোরাসিস একটি ত্বকের রোগ, ত্বকের   কোষে জন্ম ও মৃত্যুর খেলা চলে, ত্বকের কোষ গুলি খুব দ্রুত হারে বাড়ে এর দরুন ত্বকে দেখা দেয় লাল লাল চাকা এবং সেই চাকার (Over) উপরে থাকে  অভ্রের মতো  দেখতে ত্বকের খোসা ওঠা স্বাভাবিক    অবস্থায় ত্বকের কোষ বৃদ্ধি পায় ধীরে প্রায় চার সপ্তাহ ধরে বৃদ্ধির শেষে তার মৃত্যু হয় সবশেষে মৃত কোষগুলি ঝড়ে যায় পুরনো ত্বকের সবচেয়ে নিচের Strategic তৈরি করে চলে নতুন নতুন ত্বকের কোষ,  কিন্তু Psoriasis এই চিত্রটা বদল হয় অনেক,  কয়েক সপ্তাহের পরিবর্তে কয়েক দিনের মধ্যে তারা তৈরি হয় এবং জমতে থাকে ত্বকে এই জমে থাকা ত্বকই সোরাসিস,  

*সোরাসিস কেন হয় ? 
 সঠিক Reason জানা যায়নি এই রোগ হলে শরীরের প্রতিরোধ ক্ষমতা অতিমাত্রায় সক্রিয় হয়ে উঠে রুটিতে জেনেটিক প্রভাব লক্ষ করা যায় প্রতি তিনজন সোরাসিস রোগীদের মধ্যে একজনের ক্ষেত্রে দেখা যায় যে কোন Family মেম্বার এই রোগে আক্রান্ত কিন্তু এই রোগ ছোঁয়াচে নয়, 

* সোরাসিস কত রকমের ? 
 সাত রকমের সোরাসিস আছে  

1. পাক Psoriasis :-  লাল লাল চাকা দেখা যায় তোকে এবং এগুলোর ওপর সাদা আর ইংরেজিতে বলে স্কেলস এটা চুলকাতে পারে জ্বালা করতে পারে শরীরের যে কোন অংশে এটি হতে পারে পাক Psoriasis সবচেয়ে বেশি দেখা যায় অন্তত 10 শতাংশ ক্ষেত্রে

2. Garrett Psoriasis :- ছোট ছোট শিশিরবিন্দুর মতো লাল লাল স্পষ্ট দেখা যায় গায়ে এটা বেশি দেখা যায় বাচ্চাদের এই রকম সোরাসিস এর জন্য দায়ী টনসিলাইটিস, স্ট্রেস, 
     কিছু ঔষধ যেমন বিট ব্লকার, 
Garrett Psoriasis কয়েক সপ্তাহের মধ্যে এমনি থেকেই চলে যেতে পারে চিকিৎসা ছাড়াই তবে চিকিৎসা করলে তাড়াতাড়ি সুফল পাওয়া যায়
3. ইনভার্স  Psoriasis :- এখানে সোরাসিস পাওয়া যায় বগল, কুচকি, ব্রেস্টের নিচে ইত্যাদি জায়গায় জায়গা গুলিতে ঘাম জমে থাকা খুব স্বাভাবিক আর ঘামের জন্য  সোরাসিস আরো তীব্রতর হতে পারে, 
4. পাস চুলার Psoriasis :- এইরকম সোরাসিস সচরাচর দেখা যায় না কিন্তু যখন হয় তখন তা মারাত্মক দেখা যায় ছোট ছোট পূজ ভর্তি ঘামাচির মতো ফুসকুড়ি আর তার চারপাশে ত্বক তখন বেশ লাল পূজ ভর্তি কিন্তু ছোঁয়াচে নয়
 এই পাস চুলার Psoriasis দেহের খুব অল্প জায়গায় হতে পারে যেমন হাতের তালু এবং পায়ের তলা আবার তা ছড়িয়ে পড়তে পারে সারা দেহে,  সঙ্গে জ্বর,  শীত ভাব, কাঁপুনি,  দুর্বলতা ইত্যাদি শুরু হয়ে যায়

5. Psoriatic আর্থ্রাইটিস :- অর্থাৎ সোরাসিস এর সঙ্গে সঙ্গে গাঁটে গাঁটে ব্যথা এবং প্রদাহ, এই গাটে ব্যথা সোরাসিস এর কারণেই, চিকিৎসকদের পরীক্ষা করে দেখে নিতে হয় এই গাঁটে ব্যথার কারণ Psoriasis না Rheumatoid arthritis, গাঁট বিশেষত আঙুলের ছোট ছোট গাঁটে ব্যথা প্রদাহ এবং তা নাড়াতে অসুবিধা একে বলে জয়েন্ট স্টিফনেস, হাত পায়ের আঙ্গুলের গাটগুলো দেখতে ডিম্বাকৃতি গাটগুলো গরম,  সোরাসিস রক্তে যদি At least ten years থাকে তাহলে 70% রোগীর সঠিক আর্থারাইটিস হতে পারে

* হোমিওপ্যাথিক চিকিৎসা :- লক্ষণ মিলিয়ে ধাতুগত হোমিওপ্যাথি চিকিৎসা করলে benefits পাওয়া যায় তবে ধৈর্য ধরে চিকিৎসার প্রয়োজন হয়, কেলি, আর্স, ক্যালি সালফ,  সোরিনাম, লাইকোপোডিয়াম, আর্স আয়োড, প্রভৃতি ঔষধ ব্যবহার করে benefits পাওয়া যায়, তবে কখনো চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ গ্রহণ উচিত নয় কারণ চিকিৎসকের অভিজ্ঞতার আলোকে ওষুধের শক্তি নির্বাচন করে যা চিকিৎসা ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ রোগটি খুব জটিল তাই ধৈর্য্য ধরে দীর্ঘদিন চিকিৎসার প্রয়োজন আছে

No comments:

Post a Comment

Ninja Action Replay

How to prepare yourself to fight against kovid19, করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নিজেকে কিভাবে প্রস্তুত রাখব

বন্ধুরা কেমন আছ সবাই আশা করি সবাই খুব ভাল আছ, বন্ধুরা আপনারা সবাই জানেন বর্তমানে করোনা নামক ভাইরাসটি এক মহামারীর আকার ধারণ করেছে, যারা এই ম...

Post Top Ad

Advertisement