* সাবধান ! আপনি কি পাইলস এর রোগী ? (Be careful! Are you a patient of Piles?) * - Health Basket/health news, lifestyle, fitness, Health Tips,new disease, Treatment of disease

Health Basket/health news, lifestyle, fitness, Health Tips,new disease, Treatment of disease

“Think positively and exercise daily, eat healthy, work hard, stay strong, build faith, worry less, read more, and be happy.” * Blog Topics - (Health news, lifestyle, health Tips, new disease, Treatment of disease, etc)

Responsive Ads Here

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, August 15, 2019

* সাবধান ! আপনি কি পাইলস এর রোগী ? (Be careful! Are you a patient of Piles?) *

** পাইলস এর কুশন খুব সূক্ষ্ম রক্ত জালিকা যোজক কলা(Connective tissue) এর মসৃণ পেশী (smooth muscle) দ্বারা নির্মিত,
          এগুলি মানুষের মলদ্বারের স্বাভাবিক পরিকাঠামো তৈরি করে, মল এবং উদরস্থ বায়ুর ধারণ ক্ষমতা বহুলাংশে এ গুলির উপর নির্ভর করে, এই অর্শ যখন কোন কারণে পিন্ড আকৃতি ধারণ করে রক্তপাত(বেদনাযুক্ত বা বেদনাহীন) ঘটাতে থাকে তখন আমরা তাকে অর্শ রোগ বা Piles অথবা Haemorrhoid বলে থাকি,
       প্রকৃতপক্ষে, আয়ুর্বেদ শাস্ত্রে অর্শ বলতে শুধুমাত্র আধুনিক পাইলস ছাড়াও অন্যান্য কিছু রোগের ধারণা করা হয়, কিন্তু সেসব তথ্য কথায় না গিয়ে প্রচলিত অর্শ রোগ বা পাইলস সম্পর্কেই এখানে আলোচনা করা হলো
          মলদ্বারের (Anus) ভেতরে এবং বাইরের অবস্থান ভেদে অর্শের আভ্যন্তরীণ এবং বাহ্য নামকরণ হয়ে থাকে,  আবার যে অর্শের রক্তপাত হয় তা রক্তাশ এবং যাতে রক্তপাত হয় না তা শুষ্কশ নামে পরিচিত, অধিকাংশ ক্ষেত্রে আভ্যন্তরীণ অর্শ বেদনারহিত  রক্তপাত হয় এবং বাহ্য অর্শ বেদনাযুক্ত অথচ রক্তপাতহীন বা স্বল্প রক্তপাত যুক্ত হয়,  আভ্যন্তরীণ অর্শকে  তার বিস্তারভেদে গ্রেড 1,  2, 3 এবং 4, এর 4 ভাগে ভাগ করা হয়, আর এই গ্রেড অনুসারেই  চিকিৎসা নির্ধারণ করা হয়

# পাইলস কেন হয় ?
   * দীর্ঘস্থায়ী (Lasting), কোষ্ঠকাঠিন্য নিয়মিত:- মলদ্বারের বেগ রুধ, দীর্ঘস্থায়ী ডায়রিয়া, দীর্ঘদিন ধরে (The time of defecation) মলত্যাগের সময় ক্রমাগত চাপ প্রয়োগ, অনিয়মিত খাদ্যাভাস, আহারে তন্তুজাতীয় উপাদানের অভাব, মলদ্বারের বারংবার সংক্রমণ, গর্ভাবস্থায়, মলাশয় এর সংলগ্ন স্থানে বা,  (,Stomach tumors, ) যকৃত ও প্লীহা বৃদ্ধি, পায়ুমৈথুন, স্থূলতা, বৃদ্ধাবস্থায়, বংশগত
        # কখন ডাক্তারের পরামর্শ নেবেন ?   
   * The time of defecation পরে বা আগে উজ্জ্বল লাল বর্ণের রক্ত পড়লে, এই রক্তপাত অধিকাংশ ক্ষেত্রেই বেদনাহীন হয়, সংক্রমণ, স্ট্রাংগুলেশান, থ্রম্বোসিস, পচন ইত্যাদি কারণে অর্শ বেদনা যুক্ত হতে পারে, মলত্যাগের সময় মাংসপিন্ডের নেয় কিছু বেরিয়ে এলে, শ্লেষ্মাজাতীয় বা পিচ্ছিল পদার্থ বের হলে, মলদ্বারের চারপাশে জ্বালা বা চুলকানি হলে, মলদ্বারে ভারবোধ হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিলে ভালো
      অর্শ ডায়াগনোসিস করার জন্য চিকিৎসকরা কিছু পরীক্ষা করে থাকেন এবং প্রয়োজনানুসারে প্রোক্টোস্কোপি, এন্ডুরেক্টাল আলট্রাসনোগ্রাফি, কোলোনোস্কোপি ইত্যাদি পরীক্ষা করার পরামর্শ দিয়ে থাকেন, এই পরীক্ষাগুলি করলে পাইলসের সমলক্ষণ যুক্ত অন্যান্য কিছু রোগ যেমন Cancer, পলিপ, ক্রনস রোগ ইত্যাদি সম্বন্ধে ধারণা করা যায়,

#  অর্শ রোগের প্রতিকার কিভাবে করবেন :-
    * আহার (Eat):- নিয়মিত সময় অনুসারে সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত পরিমিত জল পান, তন্তু প্রধান আঁশযুক্ত খাদ্য গ্রহণ, জাঙ্ক ফুড বর্জন
         * জীবনশৈলীর (Lifestyle) পরিবর্তন :- নিয়মিত ব্যায়াম, নরম স্থানে বসা, বেশিক্ষণ গাড়ি বা মোটরসাইকেল না চালানো, মলত্যাগের বেগ চেপে না রাখা

# চিকিৎসা (TreatMent):- পাইলস এর চিকিৎসা ঔষধ ক্ষারকর্ম বা ক্ষারসূত্র দ্বারা করা হয় তবে রোগের উপসর্গ এবং অবস্থাভেদে চিকিৎসা নির্ধারণ করা হয়, সাধারণত গ্রেড 1 এবং 2 এর ক্ষেত্রে ওষুধ দিয়ে চিকিৎসা করা যেতে পারে,  ওষুধ চিকিৎসায় শুধোন (পঞ্চকর্ম )এবং শমন  বিশেষভাবে উপকারী, এক প্রকার ক্ষারধর্মী চুর্ণের স্থানিক প্রয়োগের দ্বারা ক্ষারকর্ম করা হয়ে থাকে,  এই চিকিৎসা কে আধুনিক Sclerotherapy এর সঙ্গে তুলনা করা যায়, এই পদ্ধতি প্রয়োজনানুসারে কয়েকবার করলে অর্শের বলিগুলি সংকুচিত হয় ও রক্তপাত বন্ধ হয়ে যায়, অন্যদিকে বেশি বড় পাইলসের ক্ষেত্রে ক্ষারসূত্র পদ্ধতি বিশেষ উপকারী, ক্ষারকর্ম এবং ক্ষারসূত্র সর্ব সুবিধাযুক্ত অপারেশন থিয়েটারেই করা হয়,
বিশেষভাবে উল্লেখ্য - ক্ষারকর্ম এবং ক্ষারসূত্র চিকিৎসা বিশেষজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেই গ্রহণ করা উচিত,  অবশেষে বলে রাখি- নিয়মিত ওল ও ঘুল (Butter milk) অর্শ রোগে খুব উপকারী
                             
                               ****###***

No comments:

Post a Comment

Ninja Action Replay

How to prepare yourself to fight against kovid19, করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নিজেকে কিভাবে প্রস্তুত রাখব

বন্ধুরা কেমন আছ সবাই আশা করি সবাই খুব ভাল আছ, বন্ধুরা আপনারা সবাই জানেন বর্তমানে করোনা নামক ভাইরাসটি এক মহামারীর আকার ধারণ করেছে, যারা এই ম...

Post Top Ad

Advertisement