* অপরিকল্পিত গর্ভসঞ্চার জনসংখ্যা বৃদ্ধির কারণ (Unplanned unwanted pregnancy causes growth in the population). - Health Basket/health news, lifestyle, fitness, Health Tips,new disease, Treatment of disease

Health Basket/health news, lifestyle, fitness, Health Tips,new disease, Treatment of disease

“Think positively and exercise daily, eat healthy, work hard, stay strong, build faith, worry less, read more, and be happy.” * Blog Topics - (Health news, lifestyle, health Tips, new disease, Treatment of disease, etc)

Responsive Ads Here

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, August 31, 2019

* অপরিকল্পিত গর্ভসঞ্চার জনসংখ্যা বৃদ্ধির কারণ (Unplanned unwanted pregnancy causes growth in the population).


Health basket 99 pic
               *ইউনাইটেড ন্যাশনাল কাউন্সিল প্রতিবছর জনসংখ্যা ও বিকাশ কে লক্ষ রেখে, 11 জুলাই "বিশ্ব জনসংখ্যা দিবস" পালন করার সিদ্ধান্ত গ্রহণ করেন 1989 সালে,  দেখা গেছে পৃথিবীব্যাপী জনসংখ্যার বিস্ফোরণ যে হারে বৃদ্ধি পাচ্ছে,  সেদিকে Attention দেওয়া আমাদের প্রত্যেকের কর্তব্য,  নতুবা সারা বিশ্বে এর প্রভাব মারাত্মক আকার ধারণ করবে,  জনসংখ্যা বিষয় বলতে মূলত: বোঝায় পরিবার পরিকল্পনা, লিঙ্গসমতা, বাল্যবিবাহ, স্বাস্থ্য অধিকার, ব্যক্তিগত অধিকার,  শিশুর Health ইত্যাদি, World Population দিবসের মধ্য দিয়ে প্রতিটি দেশের প্রতিটি জনগণকে সচেতন করতে হবে, যে জনসংখ্যা বৃদ্ধি আমাদের দৈনন্দিন জীবনকে কিভাবে প্রভাবিত করছে,  প্রতিবছর প্রায় 83 মিলিয়ন লোক পৃথিবীর জনসংখ্যার সঙ্গে যুক্ত হচ্ছে,  2030 সালে পৃথিবীর জনসংখ্যা হবে 8.6 বিলিয়ন,  2060 সালে 9.8 বিলিয়ন এবং 2100 সালে 11.2 বিলিয়ন, পৃথিবীর 7.4 বিলিয়ন এর মধ্যে ভারতবর্ষের জনসংখ্যা 1.327 বিলিয়ন যা নাকি পৃথিবীর জনসংখ্যার 17.5%, এই পরিসংখ্যান থেকেই বোঝা যাচ্ছে যে জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ,  আরো কিছু বিষয় রয়েছে যেমন প্রতিদিন গর্ভবতী সম্পর্কিত জটিলতার কারণে 800 জন মহিলা মারা যায়,  এবং সেই সংখ্যা 20 শতাংশ হচ্ছে ভারতীয় মহিলা, এটা আশা করা যাচ্ছে 30% জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে অপরিকল্পিত ও আকস্মিক গর্ভবতীর কারণে,  আমাদের ভারতবর্ষে বিভিন্ন জাতি, ভাষা ও ধর্মের লোক বাস করে,  Every human নিজের বাঁচার জন্য এবং পরিবারকে বাঁচানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, প্রত্যেকে চায় বড় শহরে বাস করতে কিন্তু অর্থনৈতিক জটিলতায় পারেনা,  চীনের জনসংখ্যা ভারতের তুলনায় বেশি, তাই আজ China এবং Indian রা অনেক মূল্যবান ও জীবনের মূল চাহিদা যেমন খাদ্য, বাসস্থান, বস্ত্র, ঔষধ,  শিক্ষা, স্বাস্থ্য থেকে বঞ্চিত, যদিও ভারত সরকার অনেক প্রতিষ্ঠান ও শিবির করছে,  যেন সাধারণ মানুষ Hungry,  Health and education থেকে বঞ্চিত না হয়,  ভারতবর্ষের প্রতিটি নাগরিকদের জন্য সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছেন,  যেন জীবনের মূল চাহিদা যেমন খাদ্য,  বস্ত্র, বাসস্থান,  শিক্ষা ইত্যাদি পায়, বিশেষভাবে জনসংখ্যা বিস্ফোরণ Rural জনগণকে আঘাত করে, যেমন মহিলাদের প্রজনন গঠিত সমস্যার জন্য গর্ভবতী মহিলা ও শিশু মৃত্যুর হার বেড়ে চলছে, তাই জনসংখ্যা দিবসে প্রতিটি জনগণকে "মহিলা ও প্রজনন" বিষয়ে বিশদ ভাবে সচেতন করে তুলতে হবে যেন সেদিকে জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারে, এই জনসচেতন কর্মসূচির মাধ্যমে প্রত্যেককে জনসংখ্যা বিষয়ক কিছু আলোচনায় যেমন মা ও শিশুর স্বাস্থ্য, দারিদ্রতা, Sex Education,  গর্ভনিরোধক ব্যবস্থা, কিশোরীর Reproductive health  মেয়েদের শিক্ষা ব্যবস্থা, Child marriage, Sexually, transmitted infection, লিঙ্গ সমতা ইত্যাদিতে অংশগ্রহণ করতে হবে, তাহলে জনসংখ্যা বৃদ্ধি রোধ করা সম্ভব হবে, বিশ্ব জনসংখ্যা দিবসের মূল লক্ষ্য গুলি হল :-
     
           * Boy এবং Girl উভয় গ্রুপের যুবশক্তিকে রক্ষা করা এবং শক্তিশালী করা

            * Sexuality ও বিবাহ বিষয়ে যতদিন না পর্যন্ত ওরা স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে ততদিন পর্যন্ত বিয়ের জন্য অপেক্ষা করা এবং এই দুইটি বিষয়ে জ্ঞান দিতে হবে
Health basket 99 pic


             * যুবক-যুবতীকে গর্ভবতী হওয়ার কারন ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে কিভাবে Unwanted pregnancy রোধ করা যায় সেই বিষয়ে শিক্ষা দিতে হবে

             * সমাজ থেকে লিঙ্গ বৈষম্য দূর করা

             *  Underage baby এর জন্ম ও গর্ভজনিত সমস্যা বা জটিলতা সম্পর্কে জনগণকে সচেতন করে তোলা

              * কন্যা শিশুর acquired অধিকার রক্ষা করার জন্য আইন ও পলিসি তৈরি করার জন্য দাবী রাখা

               * যৌন রোগের হাত থেকে সমাজকে রক্ষা করা

               * সন্তান Boy হোক বা Girl ই  হোক প্রত্যেকের প্রাথমিক শিক্ষা গ্রহণের সমান অধিকার

               * যেকোনো Primary Health Center এ প্রতিটি দম্পতির প্রজনন গঠিত স্বাস্থ্য পরীক্ষা বা গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা চালু করা, পরিশেষে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য বিশেষভাবে পরিবার পরিকল্পনাই  মূল চাবিকাঠি বলা যায়, পরিবার পরিকল্পনা কে Suport করার জন্য আটটি Standards রয়েছে যেমন-

1) Discrimination দূর করা - জাতি, ধর্ম,  ভাষা-শিক্ষা,  অর্থনৈতিক অবস্থা, বিবাহিত জীবন,  বসবাস,  লিঙ্গ ইত্যাদির ওপর পরিবার-পরিকল্পনা নির্ভর করে না

2) Acceptable ও সহজলভ্য - প্রতিটি দেশে যেন অতি সহজে পরিবার পরিকল্পনার উপায় ও পরিষেবা পায়

3) Quality completed অর্থাৎ পরিবার পরিকল্পনার তথ্য গুলি অত্যন্ত নির্ভুল হতে হবে

4) চাহিদার তুলনায় যোগান বেশি

5) Discussion এর মাধ্যমে প্রতিটি ব্যক্তিকে নিজের বুদ্ধি বিচার করে পরিবার পরিকল্পনা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দেওয়া

6) গোপনীয়তা রক্ষা করা

7)  world এর প্রতিটি নাগরিককে স্বাস্থ্য বিষয়ে যে কোন আলোচনায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা

8) Administrative স্তরের কর্মকর্তা সহ প্রত্যেকে পরিবার পরিকল্পনা মানুষের একটি বিশেষ অধিকার, এই বিষয়ে প্রতিটি নাগরিককে অনুধাবন করার জন্য দায়িত্ব নিতে হবে

9) Family planning এর পদ্ধতি সম্পর্কে খুব বেশি পরিমাণে জনগণকে সচেতন করা
Health basket 99 pic


* তাই আসুন সবাই মিলে " জনসংখ্যা ও স্বাস্থ্য " এই দুইটির মধ্যে নিবিড় সম্পর্কে অর্থাৎ জনসংখ্যা বিস্ফোরণ মানুষের উপর কিভাবে ধীরে ধীরে আঘাত হানবে, এই বিষয়ে সচেতন করি, তাহলে In the future এ  সুস্থ, সুন্দর ও সফল সমাজ গড়ে উঠবে যা হবে বিশ্ব জনসংখ্যা দিবসের সফলতা

No comments:

Post a Comment

Ninja Action Replay

How to prepare yourself to fight against kovid19, করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নিজেকে কিভাবে প্রস্তুত রাখব

বন্ধুরা কেমন আছ সবাই আশা করি সবাই খুব ভাল আছ, বন্ধুরা আপনারা সবাই জানেন বর্তমানে করোনা নামক ভাইরাসটি এক মহামারীর আকার ধারণ করেছে, যারা এই ম...

Post Top Ad

Advertisement